top of page
  • Writer's pictureMostafizur Rahman

বিলেতে বাড়ি কেনাবেচা: ক্রেডিট রিপোর্ট এর প্রয়োজনীয়তা (পর্ব-১৪)

প্রত্যেক মর্গেজ এপ্লিকেশন এর বিপরীতে ব্যাংক আবেদনকারীর ক্রেডিট হিস্ট্রি চেক করে থাকে। একটি ক্রেডিট রিপোর্ট এ মূলতঃ নাম,জন্ম তারিখ, বর্তমান ঠিকানা, পূর্বের ঠিকানা, ইলেক্টোরাল নিবন্ধন এবং বিগত ৬ বছরের ক্রেডিট হিষ্ট্রি লিপিবদ্ধ থাকে।


আর আপনার ক্রেডিট রিপোর্টে যদি এডর্ভাস বা বিরূপ হিষ্ট্রি থাকে তাহলে আপনাকে অবশ্যই মর্গেজ এপ্লিকেশন এটা উল্লেখ করতে হবে।


কারও যদি ক্রেডিট রিপোর্ট ভালো না থাকে, তাহলে অনেক হাইষ্ট্রীট ব্যাংক মর্গেজ দেয় না, তবে এক্ষেত্রে অনেক নন - হাইষ্ট্রীট ব্যাংক আছে যারা কিছুটা বেশি ইন্টারেষ্ট রেইট এ মর্গেজ দিয়ে থাকে।


এছাড়া কারও যদি কোন কোর্ট জাজমেন্ট অথবা লেনদেন ডিফল্ট থাকে, সেটিও ক্রেডিট রিপোর্ট এ রেকর্ড থাকে, কেউ যদি ক্রেডিট কার্ডের অথবা লোন এর নিয়মিত পেমেন্ট দিতে কখনও দেরি করেন অথবা কোন মাসে মিসড্ করেন তাহলে সেটিও ক্রেডিট রিপোর্ট এ রেকর্ড থাকে। অনেক সময় এই ক্রেডিট রিপোর্ট এ ভুল থাকতে পারে, যার দরুন আপনার মর্গেজ এপ্লিকেশন বাতিল হতে পারে।


মর্গেজ এপ্লিকেশন করার আগে প্রত্যেকের উচিৎ নিজের ক্রেডিট রিপোর্ট একবার হলেও দেখে নেওয়া। ক্রেডিট রিপোর্ট এর কপি আপনি খুব সহজেই অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন।


কিছু এজেন্সী আছে যারা আপনাকে বিনামূল্যে ক্রেডিট রিপোর্ট ডাউনলোড করতে দিবে। যেমনঃ https://www.creditkarma.co.uk এছাড়াও আরও কয়েকটি এজেন্সী আছে, যাদের সাথে রেজিস্ট্রেশন করলে প্রথম ৩০ দিন ফ্রি রিপোর্ট ডাউনলোড করতে দিবে, এরপর প্রতিমাসে একটি নির্দিষ্ট ফি পরিশোধ করতে হবে। যেমনঃhttps://www.checkmyfile.com, https://www.equifax.co.uk/ , https://www.experian.co.ukইত্যাদি।



প্রপার্টি মার্কেট এবং মর্গেজ সংক্রান্ত যে কোন ব্যাপারে বিস্তারিত জানতে নিচের ইমেইল অথবা টেলিফোন নাম্বারে যোগাযোগ করা যাবে।

EMAIL: info@benecofinance.co.uk

PHONE: +4402080502478

7 views0 comments
bottom of page