top of page
  • Writer's pictureMostafizur Rahman

বিলেতে বাড়ি কেনাবেচাঃ জয়েন্ট বরোয়ার সোল প্রপ্রাইটর মর্গেজ (পর্ব-২৫)

আমাদের আজকের আলোচনার বিষয় জয়েন্ট বরোয়ার সোল প্রপ্রাইটর মর্গেজ (JBSP)। বিলেতে যাদের জন্য এককভাবে বাড়ি কিনা কষ্টসাধ্য, তারা পরিবারের সদস্য এবং আত্বীয়দের সাথে জয়েন্ট মর্গেজে বাড়ি কিনতে পারেন।


যদি একই পরিবারের তিনজন মর্গেজ এর মাধ্যমে বাড়ি কিনতে চান। দুইজনের আর্থিক সামর্থ্য আরেকজনের চেয়ে ভাল। আর্থিক সামর্থ্যবান ব্যক্তিদ্বয় তার পরিবারের সদস্যকে JBSP মর্গেজ এর মাধ্যমে বাড়ি কিনতে সাহায্য করতে পারবেন। এক্ষেত্রে তিনজন একসাথে মর্গেজ এর জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে দুইজন হবেন মর্গেজকৃত প্রপার্টি এর রেজিস্টার্ড ওউনার এবং আর একজন মর্গেজকৃত প্রপার্টির সমান লাইবেলেটি বহন করবেন। উভয় পক্ষকেই মর্গেজ লোন পরিশোধ এর জন্য জয়েন্ট এবং সেভেরেল লাইবেলেটি বহন করতে হবে। JBSP মর্গেজ এর মাধ্যমে শুধুমাত্র রেসিডেন্সিয়াল প্রপার্টি কিনা যাবে।


বিলেতে যাদের নিজস্ব বাড়ি আছে। তারা তাদের সন্তানদের JBSP মর্গেজ এর মাধ্যমে বাড়ি কিনে দিতে পারেন। এক্ষেত্রে তারা তাদের সন্তানকে মর্গেজকৃত প্রপার্টি এর রেজিস্টার্ড ওউনার করলে মর্গেজকৃত প্রপার্টি জন্য ফাস্ট টাইম বায়ার স্ট্যাম্প ডিউটি সুবিধা পাওয়া যাবে।


আপনি যদি Joint Borrower Sole Proprietor (JBSP) মর্গেজ এর মাধ্যমে প্রপার্টি কিনতে চান, তাহলে আপনি সরাসরি ব্যাংকের সাথে যোগাযোগ করে করতে পারেন অথবা কোন মর্গেজ এডভাইজারের সহায়তা নিতে পারেন। এক্ষেত্রে কোন মর্গেজ এডভাইজারের পরামর্শ নেওয়াটা আপনার জন্য অনেকটাই ভাল হবে। যেহেতু এডভাইজার আপনার সামগ্রিক অবস্থা বিবেচনা করে আপনার জন্য সঠিক মর্গেজ রেকমেন্ড করবেন।


জয়েন্ট বরোয়ার সোল প্রপ্রাইটর মর্গেজ সম্পর্কে আপনাদের কোন মতামত বা জিজ্ঞাসা থাকলে নিন্মের ইমেইল অথবা ফোনে যোগাযোগ করতে পারেন।

Email: info@benecofinance.co.uk

Tel: 02080502478


6 views0 comments
bottom of page