top of page
  • Writer's pictureMostafizur Rahman

যুক্তরাজ্যের হাউজিং মার্কেট সংস্কার (পর্ব- ৬১)

প্রধানমন্ত্রী বরিস জনসন ৯ জুন ২০২২ তারিখে তার প্রথম “বিগ পলিসি স্পীচ” এ যুক্তরাজ্যের হাউজিং মার্কেটের রিফর্ম, গভমেন্ট এর রাইট টু বাই পলিসি বর্ধিতকরণ এবং হাউজিং বেনিফিট নিয়ে আলোচনা করবেন।


বিগ পলিসি স্পীচে যুক্তরাজ্যের হাউজিং মার্কেট সংস্কার বিষয়ে যেসব আলোচনা হবেঃ

• নিউ জেনারেশন ভোটারদের জন্য হোম অউনারশিপ আনলক করা হবে। এর ফলে আরও বেশি মানুষ প্রপার্টি কেনার জন্য ডিপোজিট সঞ্চয় করতে পারবে এবং মর্গেজ প্রক্রিয়াকে আরও সহজ করা হবে।


• ব্রিটেনে বর্তমান মুদ্রাস্ফীতি হল ৯%, যা গত চার দশকের মধ্যে সর্বোচচ। এই পলিসি স্পীচে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বর্তমান পলিসিসমূহ সংস্কার করে কিভাবে হাউসহোল্ড কস্ট (ফুড, এনার্জি, ট্রান্সপোর্ট, চাইল্ড-কেয়ার) কস্ট কমানো যায় তার ব্যাপারে আলোচনা করা হবে।


• সোশ্যাল হাউজিং রেন্ট থেকে “রাইট টু বাই” এর মাধ্যমে মানুষ যাতে সহজে প্রপার্টি কিনতে পারে, সে লক্ষে রাইট টু বাই মর্গেজ এর সময়সীমা বর্ধিত-করণ করা হবে।


• হাউজিং বেনিফিট এর মাধ্যমে প্রপার্টি ক্রয় এবং মর্গেজ পরিশোধ করা যাবে এবং এই ব্যাপারে পলিসি তৈরি করা হবে।

হাউজিং মার্কেট সংক্রান্ত যেকোনো ব্যাপারে বিস্তারিত জানতে আমাদের সাথে নিচের টেলিফোন নাম্বারে অথবা ই-মেইলে যোগাযোগ করতে পারেন।

Email: info@benecofinance.co.uk

Tel: +4402080502478

10 views0 comments
bottom of page