top of page
  • Writer's pictureMostafizur Rahman

বিলেতে বাড়ি কেনাবেচা: সাপোর্ট ফর মর্গেজ ইন্টারেস্ট (SMI) (পর্ব-৮৫)

সাপোর্ট ফর মর্গেজ ইন্টারেস্ট (SMI) হল এক ধরণের সিকিউর লোন। প্রপার্টি মর্গেজের ইন্টারেস্ট বিপরীতে বিলেত সরকারের দ্যা ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক এন্ড পেনশন কর্তৃক এই লোন পাওয়া যায়।

কিভাবে সাপোর্ট ফর মর্গেজ ইন্টারেস্ট লোন কাজ করে?

সাধারণ লোন এর তুলনায় এই (এস.এম.আই) লোন কিছুটা ভিন্ন। এই লোন এর মাধ্যমে আপনি কোন লাম সাম লোন পাবেন না। এই লোন এর অ্যাপলিকেশন করার পর দ্যা ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক এন্ড পেনশন আপনার ডকুমেন্ট যাচাই করবে এবং আপনার মর্গেজ অথবা হোম ইম্প্রুভমেন্ট লোন এর ইন্টারেস্ট এর বিপরীতে আপনার মর্গেজ/লোন প্রভাইডারকে সরাসরি এই লোন পরিশোধ করবে।

এই লোন এর মাধ্যমে আপনার মর্গেজ, ইনস্যুরেন্স এবং মর্গেজ এর মিসড ইন্টারেস্ট/বকেয়া পরিশোধ করতে পারবেন না।


কিভাবে সাপোর্ট ফর মর্গেজ ইন্টারেস্ট লোন পাওয়া যাবে?

(এস.এম.আই) লোন এর প্রাপ্তি নির্ভর করেঃ

  • যুক্তরাজ্য সরকার কর্তৃক আপনি কি ধরনের বেনিফিট পান।

  • কতদিন ধরে আপনি এই বেনিফিট পাচ্ছেন।

  • আপনার মর্গেজ অথবা হোম ইম্প্রুভমেন্ট লোন এর আউটস্টেন্ডিং কি পরিমাণ আছে।

  • কারা সাপোর্ট ফর মর্গেজ ইন্টারেস্ট লোন পাবেন।

কারা সাপোর্ট ফর মর্গেজ ইন্টারেস্ট লোন পাবেন ?

  • যারা পেনশন ক্রেডিট পান তারা (এস.এম.আই) লোন এর অ্যাপলিকেশন করার পর সহজেই এই লোন পাবেন।

  • যারা ৯টি ইউনিভারসাল ক্রেডিট পেয়েছেন তারা এই লোন এর অ্যাপলিকেশন করতে পারবেন।

  • যারা ৩৬ সপ্তাহ ইনকাম সাপোর্ট, ইনকাম বেইস জব-সিকার অ্যালাউন্স, ইনকাম রিলেটেড এমপ্লয়মেন্ট এন্ড সাপোর্ট অ্যালাউন্স পেয়েছেন তারা এই লোন এর অ্যাপলিকেশন করতে পারবেন।

সাপোর্ট ফর মর্গেজ ইন্টারেস্ট লোন কিভাবে পরিশোধ করবেন?

  • (এস.এম.আই) লোনের নির্দিষ্ট ইন্টারেস্ট রেট রয়েছে। এই রেট পরিবর্তন হয়।

  • আপনি যখন প্রপার্টি বিক্রয় অথবা মালিকানা পরিবর্তন করবেন তখন এই লোন পরিশোধ করতে পারবেন।

  • প্রপার্টি বিক্রয় করার পর এবং মর্গেজ আউটস্টেন্ডিং পরিশোধ করার পরে যদি আপনার কাছে সম্পূর্ণ ((এস.এম.আই))

  • লোন পরিশোধ করার যথেষ্ট পাউন্ড না থাকে। তবে আপনার কাছে যতটুকু পাউন্ড থাকবে তা দিয়ে ((এস.এম.আই)) লোন পরিশোধ করতে হবে। বাকি পাউন্ড রিটেন অফ হবে এবং বাকি পাউন্ড আপনাকে পরিশোধ করতে হবে না।


সাপোর্ট ফর মর্গেজ ইন্টারেস্ট লোন এবং মর্গেজ সংক্রান্ত যে কোন ব্যাপারে বিস্তারিত জানতে নিচের ইমেইল অথবা টেলিফোন নাম্বারে যোগাযোগ করা যাবে।

EMAIL: info@benecofinance.co.uk

PHONE: +4402080502478

6 views0 comments
bottom of page